ঢাকা , বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ পর্যাপ্ত ঘুমের পরও কেন কাটে না ক্লান্তি? জানুন কারণ ও করণীয় ডিম ও মাংসের দাম কমানো সম্ভব নয় : মৎস্য উপদেষ্টা জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণ, ৩ আসামির সাজা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, এ সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে- আইন উপদেষ্টা প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা আটকে দিলো পুলিশ তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে : ইউএনওদের ইসি বিনিয়োগ আকর্ষণে কোরিয়া গেল আশিক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে -বেবিচক চেয়ারম্যান চোখের সামনেই জোবায়েদকে নিস্তেজ হতে দেখেছে বর্ষা প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্ট জ্বালিয়ে দিলেন তরুণী, প্রতিবেশীর মৃত্যু ইতিহাস গড়ে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আনলে দিতে হবে না শুল্ক ত্রিভুজ প্রেমের বলি জোবায়েদ: পুলিশ দিনটি ঐতিহাসিক, আমি সৌভাগ্যবান: শিক্ষা উপদেষ্টা আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার জুলাই জাতীয় সনদে গণফোরামের স্বাক্ষর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করবে জামায়াত

নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়: জামায়াত আমির

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০৬:২৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০৬:২৬:১৪ অপরাহ্ন
নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়: জামায়াত আমির
সুষ্ঠু, সুন্দর এবং প্রভাবমুক্ত নির্বাচনের আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই ভালো একটি নির্বাচন আমরা প্রত্যাশা করি। এতে কোনো বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়।”

রোববার (৮ জুন) দুপুর ১২টায় মৌলভীবাজারের কুলাউড়া পৌর মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চাই, কেউ যেন এমন কিছু না করেন যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। তা হলে শহীদদের প্রতি আমাদের দায়িত্ব পালন করা হবে না। আমরা তাদের রক্তের অমর্যাদা হোক, তা চাই না।”

নিজের বিরুদ্ধে অতীতে যুদ্ধাপরাধের অভিযোগ আনার চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার বয়স তখন এমনই ছিল না যে, যুদ্ধাপরাধের মতো কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারি। আমি তখন কোনো সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলাম না। শুধু আজ আমি জামায়াতের আমির — এই পরিচয়ের ভিত্তিতে আমাকে টার্গেট করা হয়েছে। অথচ আমার এলাকায় কেউ আমার বিরুদ্ধে খারাপ কিছু বলেনি। এই ঋণ আমি শোধ করতে পারবো না।”

তিনি আরও বলেন, “আমার প্রতি যেভাবে আচরণ করা হয়েছে, তা থেকে সহজেই বোঝা যায় রাষ্ট্র সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করেছে। তবে আমরা প্রতিশোধ চাই না। আমরা জানি, কে কী করেছে। কিন্তু সমাজে যদি প্রতিহিংসা চলতেই থাকে, তবে তা এক অসুরের সমাজে পরিণত হবে। আমরা চাই, অপরাধীদের বিচার হোক, কিন্তু প্রতিহিংসার রাজনীতি নয়।”

শিক্ষাব্যবস্থা নিয়ে আলাপকালে তিনি বলেন, “মানবসম্পদ আর আল্লাহর দেওয়া সম্পদই যথেষ্ট বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য। শিক্ষার কারিকুলাম যদি নৈতিকতার ভিত্তিতে তৈরি হতো, তাহলে আমাদের শিক্ষিতরা জাতির জন্য সম্পদে পরিণত হতো। আজ ঘুষ নিতে মানুষের হাত কাঁপে না কারণ তার মধ্যে জাতির প্রতি দায়বোধ গড়ে ওঠেনি।”

তিনি বলেন, “ট্যাক্স দেয় এই দেশের প্রতিটি মানুষ—ভিক্ষুক থেকে ধনীরাও বাদ নেই। সেই টাকাতেই চলে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান। অথচ সেই শিক্ষার মাধ্যমে শেখানো হচ্ছে না যে, সমাজের টাকাতেই একজন মানুষ বড় হচ্ছেন, শিক্ষিত হচ্ছেন। এই বোধ গড়ে তুলতে না পারলে শিক্ষিতরাই একসময় জাতির বোঝা হয়ে দাঁড়ায়।”

সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মো. ফখরুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মো. ইয়ামির আলী, মাওলানা আব্দুল কুদ্দুস এবং শাহীন আহমদ খান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ

মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ