ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নচিকেতা হাসপাতালে ভর্তি এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা বিকেলে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিয়েল দুবাই পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবনে স্থবিরতা সামনের নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা-রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তি স্থাপন আজ, নিরাপত্তা জোরদার খালেদা জিয়ার লন্ডনযাত্রার তারিখ আরও পেছাচ্ছে বন্ধুদের সঙ্গে বাজি ধরে পায়ে হেঁটে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন; ২৭ বছর পর শেষ হচ্ছে সে যাত্রা ১০ দিনের আলটিমেটাম সরকারি কর্মচারীদের ছেলেসহ সন্তানসম্ভবা সোনালীকে ফেরত নিল ভারত, স্বামীকে ‘না ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর: তারেক রহমান অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, টানা তিন দিন তাপমাত্রা ১২ ডিগ্রিতে পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, টানা তিন দিন তাপমাত্রা ১২ ডিগ্রিতে হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন পুতিন ও মোদি বেগম জিয়ার সুস্থতায় সারা দেশে বিশেষ দোয়া ভূমিকম্প ঝুঁকি রোধে একাধিক সংস্থার দায়িত্ব রয়েছে : রাজউক চেয়ারম্যান

আপনারা লোকজনকে সচেতন করেন, সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০২:০১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০২:০১:৪৫ অপরাহ্ন
আপনারা লোকজনকে সচেতন করেন, সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটি আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। তবে এই দুর্নীতি যদি নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১০ জুন) সকালে গাজীপুর মহানগরের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সত্য কথা লিখুন। জনগণকে সচেতন করুন। তাহলেই অনেক কিছু ঠিক হয়ে যাবে। আমি আপনাদের সহযোগিতা চাই।”

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, “পুলিশের কেউ যদি মামলা বাণিজ্য বা দুর্নীতিতে জড়িত থাকে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে বিভিন্ন পদমর্যাদার ৮৪ জনকে অ্যাটাচ করা হয়েছে এবং ৩০-৪০ জনকে বাড়ি পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও ৩০-৪০ জনকে পাঠানো হবে, কোনো কুণ্ঠাবোধ থাকবে না।”

পুলিশ বাহিনীর সংস্কারের বিষয়ে তিনি বলেন, “এটা একটি চলমান প্রক্রিয়া। এর অংশ হিসেবে মামলা গ্রহণ অনলাইনে করা হচ্ছে। এখন ঘরে বসেই সাধারণ ডায়েরি (জিডি) করা যায়। ফলে থানায় গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে না।”

রিমান্ডে নির্যাতন প্রসঙ্গে তিনি জানান, “এখন থেকে জিজ্ঞাসাবাদ ‘কাচের মতো ঘরে’ করা হবে, যাতে অন্যরা দেখে বুঝতে পারে—কোনো খারাপ আচরণ হচ্ছে কি না।”

৫ আগস্ট-পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত সম্পর্কে তিনি বলেন, “আগে পুলিশ নিজেরাই ১০-১৫ জনের নাম দিয়ে বেনামি শত শত মানুষকে আসামি করত। এখন সাংবাদিকরাও অনেক সময় এমনভাবে তথ্য দিচ্ছেন। এতে নির্দোষ মানুষও মামলায় জড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা দেখছি, যারা দোষী তাদের বিচার হবে, আর যারা নির্দোষ, তারা যেন কোনোভাবেই সাজা না পান, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নচিকেতা হাসপাতালে ভর্তি

নচিকেতা হাসপাতালে ভর্তি