যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ইউক্রেনে এসে বাস্তবতা দেখার আহ্বান জানিয়েছেন বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ওলেকসান্দ্র উসিক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে তিনি আবেদন জানান— যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জনগণের পাশে দাঁড়াতে।
সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে উসিক বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, দয়া করে চোখ খুলুন। আপনি বলেছিলেন ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করবেন। তাহলে এখন চুপ কেন? আমার দেশের মানুষ কষ্টে আছে, ভয়ে আছে, মৃত্যুর মুখে আছে— তাদের সাহায্য করুন।’
উসিক জানান, তিনি নিজ বাসায় ট্রাম্পকে আতিথ্য দিতে প্রস্তুত। বলেন, ‘তিনি চাইলে আমার বাসায় থাকুন। আমার নিরাপত্তাকর্মীরা তাকে পাহারা দেবে। তিনি এক সপ্তাহ থাকুন— দেখুন, রুশ ড্রোন আর বিমান কীভাবে মাথার ওপর দিয়ে উড়ে যায়, কীভাবে মানুষ দিন-রাত আতঙ্কে কাটায়।’
উসিকের মতে, ট্রাম্প যেন গোপনে ইউক্রেনে আসেন, যেন রাশিয়া আগেভাগে না জানতে পারে। ‘কারণ তারা জানলে হয়তো হামলা বন্ধ রাখবে। আমি তাকে কিয়েভের ওবোলন কিংবা ত্রোয়েশ্চিনা এলাকায় থাকার পরামর্শ দেব, যেখানে প্রতিনিয়ত বেসামরিক ভবনে বোমা পড়ছে,’— বলেন উসিক।
তিনি বলেন, ‘আপনি (ট্রাম্প) বলেছিলেন এক দিনে যুদ্ধ থামাবেন। এখন দেখুন কী ঘটছে। আপনি যদি সত্যিই নেতা হন, তাহলে এসে দেখুন বাস্তবতা। অনুভব করুন ইউক্রেনের মানুষ কী পার করছে।’