পবিত্র হজ পালন শেষে দেশে ফেরত আসা শুরু করেছে বাংলাদেশি হাজিরা। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় প্রথম ফিরতি ফ্লাইটে ৩৭৪ জন হজযাত্রী দেশে ফিরেছেন। হজের এই ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত নিয়মিত চলবে।
সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর সোয়া ৪টায় প্রথম ফ্লাইটটি ঢাকা এর উদ্দেশ্যে ছেড়ে আসে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৮ জুন জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।
আজ মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজি। ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। তাঁরা ২২২টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরে আসবেন। উল্লেখ্য, সৌদি আরবে যাওয়ার জন্য ফ্লাইট শুরু হয়েছিল ২৯ এপ্রিল থেকে এবং শেষ হয়েছে ৩১ মে।