প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। অর্থনৈতিক সংকটের জন্য বর্তমান প্রেসিডেন্টকে দায়ী করছেন সাধারণ জনগণ। এর সঙ্গে যুক্ত হয়েছে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। এতে বিক্ষোভে নামে তার হাজার হাজার কর্মী-সমর্থক।
বুধবার (১২ জুন) বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয় কড়া অবস্থান। সহিংসতায় প্রাণ হারান দুই পুলিশ কর্মকর্তা ও একজন ফায়ার সার্ভিস কর্মী।
রাজপথে আগুন জ্বলছে, ব্যানার হাতে ক্ষুব্ধ জনতা স্লোগান দিচ্ছে প্রেসিডেন্টের বিরুদ্ধে। একটাই দাবি— প্রেসিডেন্টের পদত্যাগ।
Mytv Online