ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে ভারতে অবস্থান করছেন। ঈদুল আজহার আগের দিন, অর্থাৎ গত শুক্রবার (৬ জুন) মায়ের সঙ্গে দেখা করতেই তিনি দেশটিতে যান।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর এই প্রথমবারের মতো মায়ের সঙ্গে দেখা করলেন জয়। ভারতের নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র ও সেখানে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্রগুলো বলছে, এই সাক্ষাৎ মূলত পারিবারিক, রাজনৈতিক নয়।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি পাসপোর্ট বাতিল করা হয়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও পাসপোর্ট পেয়েছেন তিনি। এরপর থেকেই তার ভারত সফর নিয়ে আলোচনা চলছিল। যদিও প্রাথমিকভাবে তার সফর কিছুটা পরের কথা ছিল, পরে তা এগিয়ে আনা হয়।
ভারতে পৌঁছানোর পর যথাযথ নিরাপত্তার মধ্যে তাকে শেখ হাসিনার গোপন ঠিকানায় পৌঁছে দেয়া হয়, যেখানে বর্তমানে আছেন শেখ হাসিনার বোন শেখ রেহানাও। দিল্লিতে কর্মরত শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে জয়ের সাক্ষাৎ হয়েছে কি না, সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি কোনো সূত্র।
এদিকে, জয়ের কলকাতা সফরের সম্ভাবনা নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছিল। সেখানে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও বলা হচ্ছিল। তবে ভারতীয় নিরাপত্তা সূত্র জানায়, এবারের সফরে তার কলকাতায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই। পাশাপাশি দীর্ঘ সময় ভারতে অবস্থান করারও কোনো ইচ্ছা নেই বলে জানা গেছে আওয়ামী লীগ সূত্রে।
Mytv Online