ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেভাবে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে পিলারের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১ ২৭ দিনেই এলো ২৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ জামায়াত আমিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ ঐকমত্য কমিশনের বৈঠক: ওয়াকআউটের পর আবারো যোগ দিলো বিএনপি স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম, সম্পাদক ফারদিন সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের আলোচনা থেকে ওয়াক আউট বিএনপির গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৪:০৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৪:০৬:১৯ অপরাহ্ন
মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে ভারতে অবস্থান করছেন। ঈদুল আজহার আগের দিন, অর্থাৎ গত শুক্রবার (৬ জুন) মায়ের সঙ্গে দেখা করতেই তিনি দেশটিতে যান।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর এই প্রথমবারের মতো মায়ের সঙ্গে দেখা করলেন জয়। ভারতের নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র ও সেখানে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্রগুলো বলছে, এই সাক্ষাৎ মূলত পারিবারিক, রাজনৈতিক নয়।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি পাসপোর্ট বাতিল করা হয়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও পাসপোর্ট পেয়েছেন তিনি। এরপর থেকেই তার ভারত সফর নিয়ে আলোচনা চলছিল। যদিও প্রাথমিকভাবে তার সফর কিছুটা পরের কথা ছিল, পরে তা এগিয়ে আনা হয়।

ভারতে পৌঁছানোর পর যথাযথ নিরাপত্তার মধ্যে তাকে শেখ হাসিনার গোপন ঠিকানায় পৌঁছে দেয়া হয়, যেখানে বর্তমানে আছেন শেখ হাসিনার বোন শেখ রেহানাও। দিল্লিতে কর্মরত শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে জয়ের সাক্ষাৎ হয়েছে কি না, সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি কোনো সূত্র।

এদিকে, জয়ের কলকাতা সফরের সম্ভাবনা নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছিল। সেখানে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও বলা হচ্ছিল। তবে ভারতীয় নিরাপত্তা সূত্র জানায়, এবারের সফরে তার কলকাতায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই। পাশাপাশি দীর্ঘ সময় ভারতে অবস্থান করারও কোনো ইচ্ছা নেই বলে জানা গেছে আওয়ামী লীগ সূত্রে।

কমেন্ট বক্স
যেভাবে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে

যেভাবে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে