ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পর বিমানবন্দরের রানওয়ে থেকে বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় মোদি বলেন, আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক ও দুঃখিত করেছে। এটি এমন এক হৃদয়বিদারক ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই দুঃখের মুহূর্তে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাই।
তিনি আরও জানান, মন্ত্রী ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়টি নজরে রেখেছেন।
বিধ্বস্ত হওয়া ফ্লাইট এআই-১৭১ তে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন কেবিন ক্রু। যাত্রীদের মধ্যে ৬১ জন বিদেশি, যাদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। বাকি ১৬৯ জন ছিলেন ভারতীয়।
ঘটনাস্থল থেকে আসা ভিডিওতে দেখা গেছে, আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পৌঁছেছে সেখানে, পুলিশ ওই এলাকা ঘিরে দিয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
Mytv Online