ইসরায়েলের দুটি ফাইটার জেট ও একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের সেনাবাহিনী। শনিবার (১৪ জুন) দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানায়, সিরাজ ও ইসফাহান শহর থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরানের বিমান বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, ইরানের এই হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের দুটি এফ-৩৫ ফাইটার জেট এবং বেশ কয়েকটি ড্রোন। এছাড়া ধ্বংস হওয়া একটি ফাইটার জেটে থাকা নারী পাইলটকে আটক করার দাবিও করেছে ইরানের সেনাবাহিনী। তবে অপর পাইলটের বিষয়ে কিছু জানানো হয়নি।
তেহরান জানিয়েছে, তেলআবিবের হামলার পাল্টা জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। যদিও ইরানি বাহিনীর দাবিকে অস্বীকার করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
Mytv Online