যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। লন্ডন সফরের সময় ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, যেকোনো অভিযোগ আদালতেই মোকাবেলা করা উচিত।” এ সময় তিনি জানান, টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে সাক্ষাতের অনুরোধ জানিয়ে পাঠানো চিঠি তিনি নিজেই প্রত্যাখ্যান করেছেন।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন। একইসঙ্গে, বেআইনিভাবে ঢাকার গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি এটিকে বাংলাদেশি কর্তৃপক্ষের ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছেন।
Mytv Online