ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপসা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৩ জুন) ভোররাতে ভাতুরিয়া ইউনিয়নের চাপসা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়া হয়। এ সময় বিজিবি তাদের আটক করে।
বিজিবির সূত্রে জানা যায়, ভারতের পশ্চিম দিনাজপুরের রায়গঞ্জ কয়লাডাঙ্গী ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভোররাতে ৪ জন পুরুষ, ১২ জন নারী ও ৭ জন শিশুকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। পরে বিজিবি তাদের আটক করে দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের হেফাজতে নেয়।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ৪২ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
Mytv Online