দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে, আর এই ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
শনিবার (১৪ জুন) চট্টগ্রামে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সি আর আবরার বলেন, “অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তা সবাই মিলে এগিয়ে নিতে হবে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”
শিক্ষা বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “শিক্ষা নিয়ে বাণিজ্য না করে শিক্ষা পদ্ধতিকে আনন্দমুখর ও প্রাণবন্ত করে তুলতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ আরও অনেকে। পরে পাঁচজন বিশিষ্ট ব্যক্তি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
Mytv Online