ইসরায়েলি হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ। পুরোপুরি ধ্বংস না হলেও ক্ষতির মাত্রা গুরুতর—এমনটাই জানিয়েছেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা-আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি।
মঙ্গলবার (১৭ জুন) বিবিসিকে তিনি বলেন, হামলার পর বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় কেন্দ্রটিতে। এছাড়া, মাটির ওপরে থাকা একটি চুল্লি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইসপাহান পারমাণবিক স্থাপনার চারটি ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ থাকলেও, ভূগর্ভস্থ ফোর্দো কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার, ইরানের একাধিক পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় ইসরায়েল।
Mytv Online