ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা

ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৪:৩২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৪:৩২:৩৩ অপরাহ্ন
ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সোমবার (১৬ জুন) সিনেটে বক্তব্যে তিনি বলেন, “যে আমাদের দিকে খারাপ নজরে তাকাবে, তার চোখ উপড়ে ফেলা হবে। পাকিস্তান জাতি ঐক্যবদ্ধ। আমাদের দিকে একটি ইট ছোড়া হলে জবাবে পাথর ছুড়ে মারা হবে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।”

দার আরও বলেন, “পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। এটি শুধু আমাদের প্রতিরক্ষার জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য আল্লাহর দেওয়া শক্তি।”

সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি একে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। বলেন, “এ ধরনের কাজ আঞ্চলিক শান্তির পরিপন্থী।”

ভারতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “ভারতের আগ্রাসী মনোভাব ব্যর্থ হয়েছে। বাস্তবতা বুঝে তারা এখন যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়ে যুদ্ধবিরতির চেষ্টা করছে।”

তবে তিনি জোর দিয়ে বলেন, “পাকিস্তান কখনোই ইসরায়েলকে পারমাণবিক হামলার হুমকি দেয়নি। এটি সম্পূর্ণ ভুয়া খবর। এমনকি ব্রিটিশ মিডিয়াও ২০১১ সালের পুরনো সাক্ষাৎকারকে সাম্প্রতিক বলে চালিয়ে দিচ্ছে।”

সতর্ক করে তিনি বলেন, “যুদ্ধ কোনো খেলা নয়, এটি অত্যন্ত গুরুতর বিষয়। গুজব ও মিথ্যা প্রচারের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”

পররাষ্ট্রনীতিতে সক্রিয় ভূমিকার কথা জানিয়ে দার বলেন, “ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা সাম্প্রতিক পরিস্থিতিতে নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। জাতিসংঘে পাকিস্তানের গঠনমূলক অবস্থানের জন্য ইরান কৃতজ্ঞতা জানিয়েছে।”

এর আগের দিন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্পষ্টভাবে অস্বীকার করেছে যে পাকিস্তান ইসরায়েলকে পারমাণবিক হুমকি দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। ইসরায়েলি মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি। গুজব শুধুই বিভ্রান্তি তৈরি করে, যা অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়ায়।”

প্রসঙ্গত, সম্প্রতি ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় তেলআবিব ও অধিকৃত জেরুজালেমে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—তারা আঞ্চলিক শান্তি চায়, তবে যেকোনো হুমকি মোকাবেলায় সর্বদা প্রস্তুত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম