ঢাকা , রবিবার, ০২ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার প্রেমিকের মৃত্যু সালমান শাহর ভক্তদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব টাঙ্গাইলে অসময়ে রেকর্ড বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা তেলেঙ্গানার মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা বোনকে খুন করে হাত-পা ভেঙে লাশ বস্তায় ভরেন ভাই, পুলিশকে বলেন ‘বস্তায় গম হ্যালোইনের সঙ্গে কুমড়োর যে সম্পর্ক আজীবন ফিলিস্তিনের পক্ষে লড়াই করা সেই নারী এখন প্রেসিডেন্ট মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিলল ৬ কেজি ভারতীয় রুপা নন-কমপ্লায়েন্ট কারখানা বন্ধ হওয়া দেশের জন্য খারাপ কিছু নয়: প্রেস সচিব সেন্ট মার্টিনে পর্যটকদের জন্য ১২ নতুন নির্দেশনা ট্রাম্পের পর কানাডা-জাপানের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শি বিএনপির উচিত ছিল আগেই সংস্কার কমিশন বয়কট করা : আব্দুল্লাহ তাহের টানা ৩০ দিন কাঁচা রসুন খেলে শরীরে যা ঘটবে ‘বিদায়’ বলে ইনস্টাগ্রামের সব ছবি মুছে দিলেন আলিজেহ শাহ ভয় দেখিয়ে লাভ নেই হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে: গোলাম পরওয়ার সংস্কার প্রস্তাব না মানা নতুন রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস: ডা. তাহের

ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৪:৩২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৪:৩২:৩৩ অপরাহ্ন
ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সোমবার (১৬ জুন) সিনেটে বক্তব্যে তিনি বলেন, “যে আমাদের দিকে খারাপ নজরে তাকাবে, তার চোখ উপড়ে ফেলা হবে। পাকিস্তান জাতি ঐক্যবদ্ধ। আমাদের দিকে একটি ইট ছোড়া হলে জবাবে পাথর ছুড়ে মারা হবে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।”

দার আরও বলেন, “পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। এটি শুধু আমাদের প্রতিরক্ষার জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য আল্লাহর দেওয়া শক্তি।”

সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি একে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। বলেন, “এ ধরনের কাজ আঞ্চলিক শান্তির পরিপন্থী।”

ভারতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “ভারতের আগ্রাসী মনোভাব ব্যর্থ হয়েছে। বাস্তবতা বুঝে তারা এখন যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়ে যুদ্ধবিরতির চেষ্টা করছে।”

তবে তিনি জোর দিয়ে বলেন, “পাকিস্তান কখনোই ইসরায়েলকে পারমাণবিক হামলার হুমকি দেয়নি। এটি সম্পূর্ণ ভুয়া খবর। এমনকি ব্রিটিশ মিডিয়াও ২০১১ সালের পুরনো সাক্ষাৎকারকে সাম্প্রতিক বলে চালিয়ে দিচ্ছে।”

সতর্ক করে তিনি বলেন, “যুদ্ধ কোনো খেলা নয়, এটি অত্যন্ত গুরুতর বিষয়। গুজব ও মিথ্যা প্রচারের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”

পররাষ্ট্রনীতিতে সক্রিয় ভূমিকার কথা জানিয়ে দার বলেন, “ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা সাম্প্রতিক পরিস্থিতিতে নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। জাতিসংঘে পাকিস্তানের গঠনমূলক অবস্থানের জন্য ইরান কৃতজ্ঞতা জানিয়েছে।”

এর আগের দিন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্পষ্টভাবে অস্বীকার করেছে যে পাকিস্তান ইসরায়েলকে পারমাণবিক হুমকি দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। ইসরায়েলি মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি। গুজব শুধুই বিভ্রান্তি তৈরি করে, যা অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়ায়।”

প্রসঙ্গত, সম্প্রতি ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় তেলআবিব ও অধিকৃত জেরুজালেমে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—তারা আঞ্চলিক শান্তি চায়, তবে যেকোনো হুমকি মোকাবেলায় সর্বদা প্রস্তুত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন

ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন