ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মীদের অতিরিক্ত চাপ দিলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত? গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে সোহরাওয়ার্দীতে ৪ দিনের সাংস্কৃতিক উৎসব সর্দি-কাশি কমাতে উপকারী ৫ পানীয় যেভাবে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে পিলারের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১ ২৭ দিনেই এলো ২৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ জামায়াত আমিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ ঐকমত্য কমিশনের বৈঠক: ওয়াকআউটের পর আবারো যোগ দিলো বিএনপি স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম, সম্পাদক ফারদিন সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের আলোচনা থেকে ওয়াক আউট বিএনপির গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব

ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৪:৩২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৪:৩২:৩৩ অপরাহ্ন
ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সোমবার (১৬ জুন) সিনেটে বক্তব্যে তিনি বলেন, “যে আমাদের দিকে খারাপ নজরে তাকাবে, তার চোখ উপড়ে ফেলা হবে। পাকিস্তান জাতি ঐক্যবদ্ধ। আমাদের দিকে একটি ইট ছোড়া হলে জবাবে পাথর ছুড়ে মারা হবে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।”

দার আরও বলেন, “পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। এটি শুধু আমাদের প্রতিরক্ষার জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য আল্লাহর দেওয়া শক্তি।”

সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি একে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। বলেন, “এ ধরনের কাজ আঞ্চলিক শান্তির পরিপন্থী।”

ভারতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “ভারতের আগ্রাসী মনোভাব ব্যর্থ হয়েছে। বাস্তবতা বুঝে তারা এখন যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়ে যুদ্ধবিরতির চেষ্টা করছে।”

তবে তিনি জোর দিয়ে বলেন, “পাকিস্তান কখনোই ইসরায়েলকে পারমাণবিক হামলার হুমকি দেয়নি। এটি সম্পূর্ণ ভুয়া খবর। এমনকি ব্রিটিশ মিডিয়াও ২০১১ সালের পুরনো সাক্ষাৎকারকে সাম্প্রতিক বলে চালিয়ে দিচ্ছে।”

সতর্ক করে তিনি বলেন, “যুদ্ধ কোনো খেলা নয়, এটি অত্যন্ত গুরুতর বিষয়। গুজব ও মিথ্যা প্রচারের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”

পররাষ্ট্রনীতিতে সক্রিয় ভূমিকার কথা জানিয়ে দার বলেন, “ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা সাম্প্রতিক পরিস্থিতিতে নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। জাতিসংঘে পাকিস্তানের গঠনমূলক অবস্থানের জন্য ইরান কৃতজ্ঞতা জানিয়েছে।”

এর আগের দিন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্পষ্টভাবে অস্বীকার করেছে যে পাকিস্তান ইসরায়েলকে পারমাণবিক হুমকি দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। ইসরায়েলি মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি। গুজব শুধুই বিভ্রান্তি তৈরি করে, যা অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়ায়।”

প্রসঙ্গত, সম্প্রতি ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় তেলআবিব ও অধিকৃত জেরুজালেমে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—তারা আঞ্চলিক শান্তি চায়, তবে যেকোনো হুমকি মোকাবেলায় সর্বদা প্রস্তুত।

কমেন্ট বক্স
কর্মীদের অতিরিক্ত চাপ দিলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?

কর্মীদের অতিরিক্ত চাপ দিলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?