সর্বশেষ সকালের হামলায় ইরান ইসরায়েলের দিকে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলায় ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইরানে প্রাণ হারিয়েছেন আড়াইশ’র বেশি মানুষ।
Mytv Online