জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ না নিলেও, আগামীকাল তারা আলোচনায় যোগ দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তবে জামায়াত আজকের বৈঠকে কেন অংশ নেয়নি, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন।
প্রেস সচিব আরও বলেন, সরকার এখনো নিরপেক্ষ অবস্থানে রয়েছে। এনসিপির পক্ষ থেকে সরকার নিরপেক্ষতা হারিয়েছে—এমন অভিযোগ সত্য নয়। জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত প্রতিটি দলের সঙ্গে সমান আচরণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের চলমান আলোচনায় আজ বিএনপিসহ অন্যান্য দল অংশ নিলেও জামায়াতে ইসলামীর অনুপস্থিতি লক্ষ করা গেছে।