ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পে খেলবেন কি না, তা এখনও অনিশ্চিত। জ্বরে আক্রান্ত হয়ে তিনি রিয়াল মাদ্রিদের শেষ অনুশীলনেও অংশ নিতে পারেননি।
রিয়াল কোচ জাবি আলোনসো জানিয়েছেন, এমবাপ্পেকে মাঠে নামানো হবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের ঠিক আগে। যদিও সকালে তিনি কিছুটা সুস্থ অনুভব করেন, তবুও গরম আবহাওয়ার কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছে।
এমবাপ্পে না খেললে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে বড় ধাক্কা লাগতে পারে। একইসঙ্গে রুডিগার ও কামাভিঙ্গার ইনজুরি সমস্যার কারণে দলটির একাদশেও কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
Mytv Online