সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে মাদক নির্মূলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যের খোঁজখবর নেওয়ার পর তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ফকিরাপুল মোড়ে মাদক কারবারিদের ধরতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা।
এই হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক আতিক হাসান ও কনস্টেবল সুজন গুলিবিদ্ধ হন। আতিকের পেটের বাঁ পাশে ও সুজনের বাঁ পায়ের হাঁটুতে গুলি লাগে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
পরিদর্শন শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আহত হয়েও পুলিশ মাদক কারবারি চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
Mytv Online