ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাওয়া-দাওয়া সেরে দুপুরে ঘুমানো কী ভালো? যা আছে জুলাই ঘোষণাপত্রে কর্মীদের অতিরিক্ত চাপ দিলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত? গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে সোহরাওয়ার্দীতে ৪ দিনের সাংস্কৃতিক উৎসব সর্দি-কাশি কমাতে উপকারী ৫ পানীয় যেভাবে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে পিলারের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১ ২৭ দিনেই এলো ২৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ জামায়াত আমিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ ঐকমত্য কমিশনের বৈঠক: ওয়াকআউটের পর আবারো যোগ দিলো বিএনপি স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম, সম্পাদক ফারদিন সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের আলোচনা থেকে ওয়াক আউট বিএনপির গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে

শান্তিতে নোবেল পুরস্কার দিতে ট্রাম্পকে প্রস্তাব করলো পাকিস্তান

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১২:৫২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১২:৫২:৩৪ অপরাহ্ন
শান্তিতে নোবেল পুরস্কার দিতে ট্রাম্পকে প্রস্তাব করলো পাকিস্তান
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছে পাকিস্তান। শনিবার (২১ জুন) এক্স (সাবেক টুইটার)-এ সরকারের অফিশিয়াল অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালে ভারত-পাকিস্তান সংকটে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘সিদ্ধান্তমূলক কূটনৈতিক সম্পৃক্ততা ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব’ পারমাণবিক উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখে। সম্ভাব্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধ, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করতে পারতো, তা এড়ানো সম্ভব হয়েছে তাঁর হস্তক্ষেপে।

এছাড়া, ট্রাম্পের দূরদর্শিতা এবং রাষ্ট্রনায়কসুলভ ভূমিকার প্রশংসা করে বলা হয়, ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে একযোগে যোগাযোগ স্থাপন করে তিনি কার্যকর যুদ্ধবিরতিতে ভূমিকা রাখেন। বিশেষ করে, জম্মু-কাশ্মীর ইস্যুতে তাঁর সহায়তার প্রস্তাবকে পাকিস্তান বিশেষভাবে স্বীকৃতি জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন ছাড়া দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি সম্ভব নয়।

পাকিস্তান আশা প্রকাশ করেছে, গাজায় চলমান মানবিক সংকট এবং ইরান ঘিরে উত্তেজনাসহ মধ্যপ্রাচ্যের নানা সংকটে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখবে।

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরও ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে, ট্রাম্পও রোববার (১৫ জুন) নিজের ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে লেখেন, “ইরান ও ইসরায়েলের একটি চুক্তি করা উচিত, এবং তা হবে। যেমনটা আমি ভারত ও পাকিস্তানকে করিয়েছিলাম।” তিনি আরও লেখেন, “আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কৃতিত্ব পাই না—তবে ঠিক আছে, জনগণ বোঝে।”

কমেন্ট বক্স