ঢাকা , বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাম্বি জুদাই’ খ্যাত রেশমাকে সম্মান জানালেন নেপালি গায়ক মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক চলছে প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১ অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ যে কারণে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল কেনিয়ায় ভূমিধসে ২১ জনের মৃত্যু নির্বাচনের পরে হবে ইজতেমা: ধর্ম উপদেষ্টা রাশিয়ার তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ওজন কমানোর বিপজ্জনক পিল যথাসময়ে ভোটের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় এনসিপি ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার প্রেমিকের মৃত্যু সালমান শাহর ভক্তদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব টাঙ্গাইলে অসময়ে রেকর্ড বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা তেলেঙ্গানার মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা বোনকে খুন করে হাত-পা ভেঙে লাশ বস্তায় ভরেন ভাই, পুলিশকে বলেন ‘বস্তায় গম

সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হবে ‘অত্যন্ত বিপজ্জনক’: ইরান

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৫:৪৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৫:৪৫:২১ অপরাহ্ন
সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হবে ‘অত্যন্ত বিপজ্জনক’: ইরান
আমাদের জনগণের ওপর যখন বোমা পড়ছে, তখন আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি দাবি করেছেন, চলমান সংঘাতে শুরু থেকেই যুক্তরাষ্ট্র জড়িত, যদিও এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

শনিবার (২১ জুন) তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অত্যন্ত বিপজ্জনক হবে। তবে তিনি কূটনৈতিক আলোচনায় ফিরতে ইচ্ছুক বলেও জানান।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে ইরান যদি পারমাণবিক কর্মসূচি বন্ধে রাজি হয়, তাহলে তিনি হামলা থেকে সরে আসতে পারেন বলে জানিয়েছেন।

আরাঘচি বলেন, “আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই। অতীতে কূটনীতি ফল দিয়েছে, ভবিষ্যতেও দিতে পারে। তবে আলোচনায় ফিরতে হলে আগ্রাসন বন্ধ করতে হবে।”

অন্যদিকে, ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কৌশলে পরিবর্তন এনেছে ইরান। আগের মতো ব্যাপকসংখ্যক ক্ষেপণাস্ত্র না ছুড়ে এখন আরও উন্নত ও নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে আসছে বলে ইসরায়েল যে দাবি করছে, তা সত্য নয়। তিনি জানান, ইরান এখন এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যেগুলো ক্লাস্টার বোমা বহনে সক্ষম এবং নির্দিষ্ট উচ্চতায় গিয়ে বিস্ফোরিত হয়ে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে আঘাত হানছে।

তিনি বলেন, “আমরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি এবং তা মার্কিন থাড, প্যাট্রিয়ট, অ্যারো ৩, অ্যারো ২, ডেভিডস স্লিং ও আয়রন ডোমের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে পৌঁছেছে।” তবে তিনি সেই লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করেননি।

তিনি আরও বলেন, “ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে যাওয়ায় খুশি হওয়ার কিছু নেই। ইরান এখন আরও শক্তিশালীভাবে ভারসাম্য তৈরি করেছে, ইসরায়েলের উচিত নীরব থাকা।”

এদিকে, ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (২১ জুন) এ তথ্য জানায় ইরানি সংবাদমাধ্যম নউর নিউজ। আহত হয়েছেন আরও কমপক্ষে সাড়ে তিন হাজার মানুষ।

এর আগে, রোববার ইরান জানিয়েছিল ২২৪ জনের মৃত্যু হয়েছে। তবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই সংখ্যা ছিল ৬৫৭ জন। এবারই প্রথমবারের মতো সরকারিভাবে হতাহতের হালনাগাদ তথ্য প্রকাশ করলো ইরান।

কমেন্ট বক্স