ঢাকা , বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাম্বি জুদাই’ খ্যাত রেশমাকে সম্মান জানালেন নেপালি গায়ক মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক চলছে প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১ অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ যে কারণে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল কেনিয়ায় ভূমিধসে ২১ জনের মৃত্যু নির্বাচনের পরে হবে ইজতেমা: ধর্ম উপদেষ্টা রাশিয়ার তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ওজন কমানোর বিপজ্জনক পিল যথাসময়ে ভোটের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় এনসিপি ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার প্রেমিকের মৃত্যু সালমান শাহর ভক্তদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব টাঙ্গাইলে অসময়ে রেকর্ড বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা তেলেঙ্গানার মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা বোনকে খুন করে হাত-পা ভেঙে লাশ বস্তায় ভরেন ভাই, পুলিশকে বলেন ‘বস্তায় গম

‘দাবি না মানা পর্যন্ত কলমবিরতি চলবে’

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৩:৫০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৩:৫০:২৯ অপরাহ্ন
‘দাবি না মানা পর্যন্ত কলমবিরতি চলবে’
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবির প্রেক্ষিতে কলম বিরতি ও এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ জুন) দুপুরে রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এর আগে সকাল থেকেই আন্দোলনকারীরা কলম বিরতিতে অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, আজকের (২৩ জুন) মধ্যে প্রতিহিংসামূলক ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল না হলে আগামীকাল ২৪ জুন আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকায় রাজস্ব ভবনে এবং ঢাকার বাইরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই কর্মসূচি একযোগে চলবে। একইসাথে, চেয়ারম্যানসহ দায়ীদের প্রতি ঘৃণা প্রকাশ কর্মসূচিও চলবে।

তারা আরও জানান, ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই ধরনের কর্মসূচি চলবে, যদি নতুন করে কোনো নিপীড়নমূলক আদেশ জারি করা হয় অথবা পূর্বের আদেশগুলো বাতিল না করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৭ জুনের মধ্যে প্রতিহিংসামূলক বদলি আদেশ বাতিল না হলে এবং এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার পূর্ণাঙ্গ কর্মবিরতি তথা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হবে।

তারা এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার চক্রান্তে যুক্ত রয়েছেন এবং তাকে অপসারণ না করা হলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হবে।

কমেন্ট বক্স