ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাম্বি জুদাই’ খ্যাত রেশমাকে সম্মান জানালেন নেপালি গায়ক মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক চলছে প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১ অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ যে কারণে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল কেনিয়ায় ভূমিধসে ২১ জনের মৃত্যু নির্বাচনের পরে হবে ইজতেমা: ধর্ম উপদেষ্টা রাশিয়ার তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ওজন কমানোর বিপজ্জনক পিল যথাসময়ে ভোটের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় এনসিপি ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার প্রেমিকের মৃত্যু সালমান শাহর ভক্তদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব টাঙ্গাইলে অসময়ে রেকর্ড বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা তেলেঙ্গানার মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা বোনকে খুন করে হাত-পা ভেঙে লাশ বস্তায় ভরেন ভাই, পুলিশকে বলেন ‘বস্তায় গম
প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগ

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৫:৪৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৫:৪৪:৪১ অপরাহ্ন
সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়েরকৃত মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জুন) বিকেলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটি বিএনপি দায়ের করে, যেখানে আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে নির্বাচনী কারচুপির অভিযোগ এনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। মোট ২৪ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৯ সালে তৎকালীন সামরিক শাসকদের সহায়তায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবৈধভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। এরপর নির্বাচনী পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাতিল করানো হয়।

২০১৪ সালে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় এসে সরকারের বিভিন্ন দপ্তর, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ক্যাডারদের মাধ্যমে বিএনপি ও অন্যান্য দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন, অপহরণ, গুম, হত্যা ও হামলা চালানো হয়।

২০১৭ সালে নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে নুরুল হুদা সহ কমিশনাররা অবৈধ সরকারকে সুবিধা দেওয়ার জন্য সংবিধানের পরিপন্থী কাজ করে বিএনপি ও অন্যান্য দলকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেন। ভোট কেন্দ্রগুলোতে ভোট কারচুপির মাধ্যমে ফলাফল গড়ে তোলা হয়।

বিভিন্ন স্থানে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচন প্রচারণায় বাধা দেওয়া, হামলা, মামলা, গ্রেপ্তার ও নির্যাতন চালানো হয়। নুরুল হুদা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিএনপি সমর্থকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেন এবং এই কাজে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কোটি কোটি টাকা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে নুরুল হুদার প্রত্যক্ষ সহযোগিতায় আবারও প্রহসনের নির্বাচন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

কমেন্ট বক্স