পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে এখন থেকে স্থানীয় জনগণ ও প্রশাসনকে অবহিত করা হবে। তিনি বলেন, প্রকল্প কার্যক্রমে দুর্নীতিবাজ ঠিকাদারদের সুযোগ দেয়া হবে না। মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রিজওয়ানা হাসান বলেন, "প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় জনগণ এবং প্রশাসনের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে, এবং দুর্নীতিবাজ ঠিকাদারদের আর কোনো সুযোগ দেয়া হবে না।"
এছাড়া, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রকল্পগুলো রাজনীতিমুক্ত, দলীয়মুক্ত এবং সিন্ডিকেটমুক্ত রাখা হবে। তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে দুর্নীতিমুক্ত নীতিমালা প্রণয়ন করে কঠোর ব্যবস্থা নেয়া হবে, যাতে প্রকল্প প্রণয়নে কোনো দুর্নীতি না হয়।