বাংলাদেশে চালু হয়েছে গুগল পে সেবা। আপাতত এই সুবিধা পাবেন শুধু সিটি ব্যাংকের কার্ডধারীরা। অর্থাৎ, যারা সিটি ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করেন, তারা এখন থেকে গুগল পে-এর মাধ্যমে দেশ-বিদেশে লেনদেন করতে পারবেন।
সিটি ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকরা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে সিটি ব্যাংকের কার্ড সংযুক্ত করতে পারবেন। এরপর তারা এনএফসি সুবিধাসম্পন্ন দোকানে ‘ট্যাপ অ্যান্ড পে’-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও অনলাইন শপিং, সাবস্ক্রিপশন পেমেন্ট এবং ইন-অ্যাপ পারচেজেও এই সেবা ব্যবহার করা যাবে।
গুগল পে ব্যবহারের জন্য প্রয়োজন অ্যান্ড্রয়েড ফোন এবং এনএফসি ফিচারযুক্ত ডিভাইস। যদিও বাংলাদেশে এখনও অনেক দোকান বা প্রতিষ্ঠান এনএফসি প্রযুক্তি গ্রহণে পুরোপুরি প্রস্তুত নয়।
এই মুহূর্তে সেবা কেবল সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ হলেও ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও গুগল পে-তে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
Mytv Online