ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোকসানে থাকা স্থলবন্দরগুলো বন্ধ করা হবে: নৌ পরিবহন উপদেষ্টা পার্বত্য অঞ্চল নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: সালাহউদ্দিন আহমদ অ্যাডিডাসের বিরুদ্ধে নকলের অভিযোগ মেক্সিকোর তফশিল ঘোষণা কবে, জানালেন সিইসি সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি ৮ জন সম্পৃক্ত: জিএমপি কমিশনার মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি আসন্ন নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে রূপ দেবে পুলিশ: ডিএমপি কমিশনার মধ্যরাতে হলের তালা ভেঙে বেরিয়ে বিক্ষোভে ছাত্রীরা ২২ বছরে ১১ স্বামীকে হত্যার অভিযোগ ইরানি এক নারীর বিরুদ্ধে সিগারেট না খেয়ে কেন কলা খাবেন? যে ৭ অভ্যাস টিকিয়ে রাখবে নতুন দম্পতির সম্পর্ক ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী আরও অনেক কিছু দেখতে চলেছেন আপনারা: ট্রাম্প গাড়ির ভেতর থেকে অভিনেতার মরদেহ উদ্ধার খাওয়া-দাওয়া সেরে দুপুরে ঘুমানো কী ভালো? যা আছে জুলাই ঘোষণাপত্রে কর্মীদের অতিরিক্ত চাপ দিলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত? গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে সোহরাওয়ার্দীতে ৪ দিনের সাংস্কৃতিক উৎসব সর্দি-কাশি কমাতে উপকারী ৫ পানীয়

ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনই একমাত্র সমাধান: রেজা পাহলাভি

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৪:২৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৪:২৩:৩১ অপরাহ্ন
ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনই একমাত্র সমাধান: রেজা পাহলাভি
ইরানের সর্বশেষ রাজতন্ত্রের উত্তরাধিকারী রেজা পাহলাভি স্থানীয় সময় সোমবার (২৩ জুন) পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন, ইরানে স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা আনতে বর্তমান শাসনব্যবস্থার পতন অপরিহার্য।

এর ঠিক দু’দিন আগে, শনিবার (২১ জুন) ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র বোমা হামলা চালায়। ওয়াশিংটন সেসময় জানায়, তাদের লক্ষ্য ইরানের পরমাণু অস্ত্র উন্নয়ন রোধ করা, কোনো শাসন পরিবর্তন নয়। তবে হামলার পরদিনই রোববার (২২ জুন) এক সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ধর্মীয় শাসকদের উৎখাতের ইঙ্গিত দেন।

এর পরিপ্রেক্ষিতে প্যারিসে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলাভি বলেন, “এখনই ইরানি জনতার পাশে দাঁড়ানোর মুহূর্ত। অতীতের ভুল পুনরাবৃত্তি করবেন না। এই শাসনব্যবস্থাকে আর কোনো প্রাণরক্ষাকারী সাহায্য দেবেন না। কেবল পরমাণু স্থাপনা ধ্বংস করেই শান্তি আসবে না।”

তিনি আরও বলেন, “পরমাণু অস্ত্র রোধ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সবার উদ্বেগ যথার্থ। তবে এই লক্ষ্যগুলো অর্জন ও স্থায়ী করতে হলে ইরানে একটি গণতান্ত্রিক পরিবর্তনই একমাত্র উপায়।”

পাহলাভির বক্তব্যের বিষয়ে ইরানি কর্তৃপক্ষ এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে মার্কিন-সমর্থিত শাহের পতনের পর রেজা পাহলাভি নির্বাসনে আছেন। ইরানে তার সমর্থনের মাত্রা স্পষ্ট নয়। কেউ কেউ এখনও শাহ আমলের দমন-পীড়ন ও ‘সাভাক’ গোয়েন্দা পুলিশের স্মৃতি মনে রাখে, তবে বিক্ষোভে মাঝে মাঝে রাজতন্ত্রপন্থী স্লোগানও শোনা গেছে।

এদিকে, প্রমাণ ছাড়াই পাহলাভি দাবি করেন, ইরানি শাসনব্যবস্থা ভেঙে পড়ছে এবং আলী খামেনি ও শীর্ষ নেতারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, “এটি ইরানি জনগণের জন্য বার্লিন প্রাচীর মুহূর্ত। তবে সব বড় পরিবর্তনের মতোই, এতে বিপদের সম্ভাবনা রয়েছে।”

যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি ভবিষ্যতের কোনো নেতৃত্ব চান, তিনি বলেন, তিনি রাজনৈতিক ক্ষমতা চান না। তার মতে, ইরানের পরিবর্তন হতে হবে ভৌগোলিক অখণ্ডতা, ব্যক্তিগত স্বাধীনতা, সমতা ও ধর্ম-রাষ্ট্র পৃথকীকরণের ভিত্তিতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোকসানে থাকা স্থলবন্দরগুলো বন্ধ করা হবে: নৌ পরিবহন উপদেষ্টা

লোকসানে থাকা স্থলবন্দরগুলো বন্ধ করা হবে: নৌ পরিবহন উপদেষ্টা