যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগও দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ওয়াল্টজকে নিয়োগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুটি নির্ভরযোগ্য সূত্র, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওয়াল্টজ ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক এবং একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা। তিনি ন্যাশনাল গার্ডে কর্নেল পদে দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি কংগ্রেস নির্বাচনে তৃতীয়বারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন। চীনের কার্যকলাপ নিয়ে তিনি বহুবার কঠোর সমালোচনা করেছেন এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রস্তুতির গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভূমিকা হলো প্রেসিডেন্টকে নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে পরামর্শ দেয়া, তবে এই পদে নিয়োগের জন্য সিনেটের অনুমোদনের প্রয়োজন হয় না। ওয়াল্টজ এর আগে ডিফেন্স সেক্রেটারি ডোনাল্ড রামসফেল্ড ও রবার্ট গেটসের অধীনে প্রতিরক্ষানীতি পরিচালক হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে কংগ্রেসের সামরিক রসদ তদারকি ও গোপনীয়তা বিষয়ক কমিটিতে রয়েছেন।
২০২১ সালে বাইডেন প্রশাসনের আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সমালোচনা করে তিনি ট্রাম্পের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন, যা তাকে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত করেছে।