পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান।
বুধবার (২৫ জুন) সকালে ইরানের পার্লামেন্টে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ফার্স নিউজকে দেওয়া বিবৃতিতে বলেন, ‘যতক্ষণ না আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ আইএইএ’র সঙ্গে ইরানের পারমাণবিক সংস্থা কোনো সহযোগিতা করবে না।’
তিনি আরও জানান, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এখন আরও দ্রুত অগ্রসর হবে।’
গত ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। তেহরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির অভিযোগ তোলে ইসরায়েল, যা ইরান অস্বীকার করে আসছে।
পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই সংঘাতে যুক্ত হয়ে রবিবার ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা বর্ষণ করে।
১২ দিনের টানা যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন। তবে পারমাণবিক ইস্যু ঘিরে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।
Mytv Online