কাজের চেয়ে ব্যক্তিগত কারণেই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এবার দুবাই সফর নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সেই সমালোচনায় ক্ষুব্ধ হয়ে ১২৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।
নিজের ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, ‘কিছু পেজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কনটেন্ট ক্রিয়েটরের নাম, ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারী—এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেসবুকার, টিকটকার—এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ্যান-ফলোয়ার, পরিবার কাজ করছেন।’
তিনি আরও লেখেন, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন মিষ্টি জান্নাত। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেগুলো কোনো আলোচনায় আসেনি।
Mytv Online