চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে “ডামি ও প্রহসনের” নির্বাচন বলে আদালতে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়াই ‘ডামি ভোট’-এর প্রধান কারণ। আদালতের প্রশ্ন ছিল, যদি তা-ই হয়, তাহলে কেন পদত্যাগ করেননি? উত্তরে সাবেক সিইসি বলেন, "ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা, আমি বলেছি তুমি যদি আগে বলতা, এমন ভয়ঙ্কর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না।"
তিনি আরও বলেন, “কেউ যদি নির্বাচনে না আসে, আমি কি বসে থাকব?”—এই প্রশ্ন তুলে তিনি শেখ মুজিবুর রহমানের আমলের নির্বাচন এবং ১৯৯৬ সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গও আদালতে উত্থাপন করেন।
আদালতে হাবিবুল আউয়াল আরও বলেন, “মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
প্রসঙ্গত, সাবেক তিন সিইসি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিন সাবেক আইজিপিসহ মোট ২৪ জনের বিরুদ্ধে গত রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।
মামলা দায়েরের পরই গ্রেফতার হন সাবেক সিইসি কে এম নূরুল হুদা এবং আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বুধবার রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার হন কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
Mytv Online