বুয়েটের তৈরি ই-রিকশা চালুর ঘোষণা দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ জুন) দুপুরে ডিএনসিসির নগর ভবনে রিকশাচালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
তিনি জানান, আগস্ট মাস থেকেই রাজধানীর ধানমন্ডি ও পল্টন (ঢাকা দক্ষিণ সিটি) এবং উত্তরা (ঢাকা উত্তর সিটি) এলাকায় পরীক্ষামূলকভাবে ই-রিকশা চালু করা হবে। ধাপে ধাপে অন্যান্য এলাকাতেও বিস্তৃত করা হবে এই উদ্যোগ।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “ঢাকার অনিয়ন্ত্রিত রিকশা দীর্ঘদিনের সমস্যা। সড়কের ৩২ শতাংশ দুর্ঘটনার পেছনে এসব অটো রিকশা দায়ী। তাই নিরাপদ, নিয়ন্ত্রিত ও পরিবেশবান্ধব বাহন হিসেবে ই-রিকশা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, ই-রিকশার জন্য থাকবে নির্ধারিত লাইসেন্স ব্যবস্থা, যা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
একই অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “আগস্টের শুরু থেকেই বাজারে আসবে নতুন ই-রিকশা। অনুমোদনহীন রিকশাগুলো ধীরে ধীরে তুলে নেওয়া হবে।”
চালকদের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে এবং ব্র্যাকের সহযোগিতায় ব্যাটারিচালিত রিকশার চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে মাস্টার ট্রেইনার তৈরি করা হবে, যারা পরবর্তীতে মাঠপর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন।
Mytv Online