ঢাকা , রবিবার, ০২ নভেম্বর ২০২৫ , ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ যে কারণে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল কেনিয়ায় ভূমিধসে ২১ জনের মৃত্যু নির্বাচনের পরে হবে ইজতেমা: ধর্ম উপদেষ্টা রাশিয়ার তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ওজন কমানোর বিপজ্জনক পিল যথাসময়ে ভোটের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় এনসিপি ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার প্রেমিকের মৃত্যু সালমান শাহর ভক্তদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব টাঙ্গাইলে অসময়ে রেকর্ড বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা তেলেঙ্গানার মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা বোনকে খুন করে হাত-পা ভেঙে লাশ বস্তায় ভরেন ভাই, পুলিশকে বলেন ‘বস্তায় গম হ্যালোইনের সঙ্গে কুমড়োর যে সম্পর্ক আজীবন ফিলিস্তিনের পক্ষে লড়াই করা সেই নারী এখন প্রেসিডেন্ট মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিলল ৬ কেজি ভারতীয় রুপা নন-কমপ্লায়েন্ট কারখানা বন্ধ হওয়া দেশের জন্য খারাপ কিছু নয়: প্রেস সচিব সেন্ট মার্টিনে পর্যটকদের জন্য ১২ নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের আততায়ীর গুলিতে নিহত ২ ফায়ার ফাইটার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৩:২৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৩:২৮:৪০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের আততায়ীর গুলিতে নিহত ২ ফায়ার ফাইটার
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের কোর ডি’আলেন শহরে আগুন নেভাতে গিয়ে আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন দুইজন। নিহতরা অগ্নিনির্বাপক কর্মী বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩০ জুন) কুটেনাই কাউন্টির শেরিফ নরিস জানান, এখনও পর্যন্ত এক বা একাধিক সক্রিয় শ্যুটার আধুনিক স্পোর্টিং রাইফেল দিয়ে আইন প্রয়োগকারীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। তিনি বলেন, “আমরা নিশ্চিত না, শ্যুটার একজন, দুজন, নাকি চারজন—কারণ অফিসারদের তথ্য অনুযায়ী, গুলি একাধিক দিক থেকে আসছে।”

কুটেনাই কাউন্টি ফায়ার অ্যান্ড ইএমএস-এর একটি অডিও ক্লিপে এক ফায়ারফাইটার উল্লেখ করেছেন, আগুনটি সম্ভবত ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল যাতে প্রথম প্রতিক্রিয়াকারীদের (first responders) লক্ষ্য করে হামলা চালানো যায়। প্রাথমিকভাবে অর্ধ একর জুড়ে ছড়িয়ে পড়া এই আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

কতজন আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পার্শ্ববর্তী পাহাড়ে থাকা অনেক হাইকার ও বাসিন্দা এখনো নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

শেরিফ নরিস বলেন, “এই অভিযান কয়েকদিন ধরে চলতে পারে। পরবর্তী কয়েক ঘণ্টা অত্যন্ত কঠিন হবে। আশা করছি কেউ শ্যুটারদের দ্রুত নিরস্ত করতে পারবে, কারণ তারা আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দিচ্ছে না।”

একাধিক সংস্থা ঘটনাস্থলে তদন্তে নেমেছে। এফবিআইও জানিয়েছে, তারা ট্যাকটিক্যাল ও অপারেশনাল সহায়তা দিচ্ছে।

এদিকে কুটেনাই কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং অন্যদের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

ভিডিও ও ছবিতে দেখা গেছে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। একটি গাড়ি ব্যারিকেড পেরিয়ে ভেতরে ঢুকতে দেখা যায়, আর অন্যরা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে।

আইডাহো গভর্নর ব্র্যাড লিটল এক বিবৃতিতে বলেন, “আজ উত্তর আইডাহোতে আমাদের বীর ফায়ারফাইটারদের ওপর যে হামলা চালানো হয়েছে তা নিন্দনীয়। আমরা সবার কাছে অনুরোধ করছি, আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।”

এই ঘটনার কেন্দ্র ছিল শহরের পূর্ব দিকে অবস্থিত ক্যানফিল্ড মাউন্টেন ন্যাচারাল এরিয়া—২৪ একরের একটি পার্ক, যা হাইকিং, বাইকিং ট্রেইল এবং ঘন গাছপালায় ঘেরা।

কমেন্ট বক্স
আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ

আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ