ঢাকা , মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান যদি রাস্তায় কাগজ বা ময়লা পড়ে থাকে আমরা সরিয়ে দেবো: তারেক রহমান কারাবন্দি বুশরা বিবিকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ শাহবাগে যানচলাচল বন্ধ, ডাইভারশনে ধীরগতিতে চলছে গাড়ি ঢাকা-৮ আসনে এনসিপির হয়ে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ ঢাকা-১৫ আসনে মনোনয়ন জমা দিলেন জামায়াত আমির কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া সিলেটে বসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন পাকিস্তানি তারকা, স্ত্রী বললেন ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, পাইলট নিহত গণ আধিকারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মামুন এনসিপি কেন জামায়াতে যাচ্ছে, জানালেন আখতার ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ ২৬ মামলায় জিতে, অবশেষে পুলিশের হাতে ভুয়া আইনজীবী এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার পুকুরে ধরা পড়ল ৮ কেজি ওজনের কাকিলা মাছ আজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে যা লিখলেন তারেক রহমান ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

যুক্তরাষ্ট্রের আততায়ীর গুলিতে নিহত ২ ফায়ার ফাইটার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৩:২৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৩:২৮:৪০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের আততায়ীর গুলিতে নিহত ২ ফায়ার ফাইটার
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের কোর ডি’আলেন শহরে আগুন নেভাতে গিয়ে আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন দুইজন। নিহতরা অগ্নিনির্বাপক কর্মী বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩০ জুন) কুটেনাই কাউন্টির শেরিফ নরিস জানান, এখনও পর্যন্ত এক বা একাধিক সক্রিয় শ্যুটার আধুনিক স্পোর্টিং রাইফেল দিয়ে আইন প্রয়োগকারীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। তিনি বলেন, “আমরা নিশ্চিত না, শ্যুটার একজন, দুজন, নাকি চারজন—কারণ অফিসারদের তথ্য অনুযায়ী, গুলি একাধিক দিক থেকে আসছে।”

কুটেনাই কাউন্টি ফায়ার অ্যান্ড ইএমএস-এর একটি অডিও ক্লিপে এক ফায়ারফাইটার উল্লেখ করেছেন, আগুনটি সম্ভবত ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল যাতে প্রথম প্রতিক্রিয়াকারীদের (first responders) লক্ষ্য করে হামলা চালানো যায়। প্রাথমিকভাবে অর্ধ একর জুড়ে ছড়িয়ে পড়া এই আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

কতজন আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পার্শ্ববর্তী পাহাড়ে থাকা অনেক হাইকার ও বাসিন্দা এখনো নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

শেরিফ নরিস বলেন, “এই অভিযান কয়েকদিন ধরে চলতে পারে। পরবর্তী কয়েক ঘণ্টা অত্যন্ত কঠিন হবে। আশা করছি কেউ শ্যুটারদের দ্রুত নিরস্ত করতে পারবে, কারণ তারা আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দিচ্ছে না।”

একাধিক সংস্থা ঘটনাস্থলে তদন্তে নেমেছে। এফবিআইও জানিয়েছে, তারা ট্যাকটিক্যাল ও অপারেশনাল সহায়তা দিচ্ছে।

এদিকে কুটেনাই কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং অন্যদের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

ভিডিও ও ছবিতে দেখা গেছে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। একটি গাড়ি ব্যারিকেড পেরিয়ে ভেতরে ঢুকতে দেখা যায়, আর অন্যরা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে।

আইডাহো গভর্নর ব্র্যাড লিটল এক বিবৃতিতে বলেন, “আজ উত্তর আইডাহোতে আমাদের বীর ফায়ারফাইটারদের ওপর যে হামলা চালানো হয়েছে তা নিন্দনীয়। আমরা সবার কাছে অনুরোধ করছি, আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।”

এই ঘটনার কেন্দ্র ছিল শহরের পূর্ব দিকে অবস্থিত ক্যানফিল্ড মাউন্টেন ন্যাচারাল এরিয়া—২৪ একরের একটি পার্ক, যা হাইকিং, বাইকিং ট্রেইল এবং ঘন গাছপালায় ঘেরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান

প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান