ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা

‘নতুনভাবে আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে’

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৩:৩৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৩:৩৯:০৯ অপরাহ্ন
‘নতুনভাবে আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে’
যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর যেকোনো অতিরিক্ত সামরিক হামলা বাদ দেয়ার নিশ্চয়তা দিতে হবে—এমন বার্তা দিয়েছেন তেহরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে চাইলে, আগে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।

রোববার (৩০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তাখত-রাভানচি জানান, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানকে আলোচনায় ফেরার প্রস্তাব দিলেও, আলোচনা চলাকালীন সম্ভাব্য হামলার বিষয়ে তারা কিছু বলেনি।

তিনি বলেন, “আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে করছি। এটি আমাদের অধিকার, আর এর প্রশ্নে আপসের সুযোগ নেই। সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে আলোচনা হতে পারে, তবে কেউ যদি শূন্য সমৃদ্ধকরণের দাবি করে এবং তা না মানলে বোমা ফেলে—তবে সেটা জঙ্গলের আইন।”

২০১৫ সালের পরমাণু চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মাত্রা ৩.৬৭ শতাংশে সীমিত ছিল। তবে ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানও সীমা লঙ্ঘন করে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধকরণ শুরু করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) বলছে, ইরানের এই মজুদের পরিমাণ অন্তত নয়টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট।

তাখত-রাভানচি বলেন, আলোচনার জন্য এখনও কোনো নির্ধারিত তারিখ নেই। তিনি প্রশ্ন তোলেন, “আলোচনা চলাকালে কি আবারও হামলা হবে? যুক্তরাষ্ট্রকে এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা যুদ্ধ চাই না, তবে যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত আছি।”

ইউরোপীয় নেতাদের প্রতি কঠোর সমালোচনা করে তিনি বলেন, “কিছু নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে হাস্যকরভাবে সমর্থন করছেন। যারা আমাদের সমালোচনা করছেন, তাদের উচিত আমেরিকার পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধেও কথা বলা। যদি সাহস না থাকে, তাহলে চুপ থাকাই ভালো।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আয়াতুল্লাহ খামেনির শাসন উৎখাতের আহ্বান জানালেও, তাখত-রাভানচি একে ‘ব্যর্থ প্রচেষ্টা’ বলে উড়িয়ে দেন।

তার ভাষায়, “ইরানিরা সরকারের কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করতে পারে, কিন্তু বিদেশি আগ্রাসনের মুখে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবে।”

তিনি আরও জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলের ইরানের মিত্ররা সংলাপের পরিবেশ তৈরি করতে কাজ করছে এবং কাতার এই যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম