উত্তর আফ্রিকার দেশ সুদানের উত্তরপূর্বাঞ্চলের হাওয়াইদ মরুভূমি এলাকায় একটি স্বর্ণখনি ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহত সবাই খনিটির শ্রমিক।
রোববার (২৯ জুন) সকালে খনির একটি অংশে হঠাৎ বিপুল পরিমাণ পাথর ও বালি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় দৈনিক আলরাকোবা জানিয়েছে, ধসে পড়ার সময় খনির ভেতরে অনেক শ্রমিক আটকা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর খনির অন্যান্য অংশের শ্রমিক ও স্থানীয় লোকজন মিলে উদ্ধারকাজ শুরু করেন। পরে উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও তাদের কাছে পর্যাপ্ত ভারী যন্ত্রপাতি না থাকায় আটকে পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপে আটকে পড়া অন্তত ৫০ জন শ্রমিকের সবাই মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি দুই মাস আগেও একই খনিতে ধস নামে, যদিও তখন প্রাণহানির ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, সুদান বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ রপ্তানিকারী দেশ হলেও খনিগুলোর বেশিরভাগেই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সমালোচনা রয়েছে।
Mytv Online