চীন পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী তৈরির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বলে স্যাটেলাইটের ছবি ও বিভিন্ন সরকারি নথির ভিত্তিতে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষকরা চীনের সিচুয়ান প্রদেশে স্থাপনযোগ্য চুল্লির প্রোটোটাইপের সন্ধান পেয়েছেন। এই বিশেষ রণতরী সমুদ্রে দীর্ঘ সময় অবস্থান করতে সক্ষম এবং এতে জ্বালানি ও অস্ত্রের জন্য প্রচুর জায়গা থাকায় প্রচুর বিমান বহন করতে পারে।
বিশ্বে বর্তমানে যুক্তরাষ্ট্রেরই সবচেয়ে বেশি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী রয়েছে। তবে চীন এ প্রকল্প বাস্তবায়ন করলে বৈশ্বিক জলসীমায় তাদের আধিপত্য প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হবে, যা ভূরাজনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে উদ্বেগে ফেলতে পারে।