ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন প্রতিদিন কতটুকু চা খাওয়া যাবে? রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত: সিরিয়ার প্রেসিডেন্ট মাইলস্টোন ট্র্যাজেডি সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু আদালতের বাইরে বিস্ফোরণ আত্মঘাতী হামলা ছিল: পাক স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীর সঙ্গে পরকীয়ার দায়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন ছেলে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজবহর মোতায়েন ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী ২০২৬ সালে কোন মাসে কত দিন ছুটি? ডায়াবেটিস না থাকলেও রক্তে শর্করা কমে যেতে পারে যেসব কারণে নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল ফি দিতে না পারায় বসতে দেওয়া হয়নি পরীক্ষায়, গায়ে আগুন দিলেন কলেজছাত্র সর্বোচ্চটুকু দিয়ে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে - উপদেষ্টা রিজওয়ানা থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার নতুন রূপে আসছে ঢাকার পুলিশ বক্স গাজায় খুলেছে ৮০০ বছর পুরোনো স্কুল পারমাণবিক সক্ষমতার দিকে নজর মিয়ানমারের লতিফ সিদ্দিকীর জামিন আপিলে বহাল পারিশ্রমিক না পেয়ে চলন্ত ট্রেনের পেছনে দৌড়, ভাইরাল কুলি বাপ্পি

আলোচনায় ফিরতে হলে হামলার চিন্তা বাদ দিতে হবে: যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৪৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৪৩:১৪ অপরাহ্ন
আলোচনায় ফিরতে হলে হামলার চিন্তা বাদ দিতে হবে: যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ফের শুরু করতে হলে ওয়াশিংটনকে অবশ্যই ইরানের ওপর হামলার পরিকল্পনা বাদ দিতে হবে—এমনটাই জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানছি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা এখন একটি প্রশ্নের উত্তর চাই: আমরা যখন আলোচনায় থাকবো, তখন কি আবার হামলার পুনরাবৃত্তি হবে?” যুক্তরাষ্ট্র যদি এর পরিষ্কার জবাব না দেয়, তাহলে আলোচনা অর্থহীন বলেই মনে করছে তেহরান।

তাখত-রাভানছি জানান, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে তারা আলোচনায় ফিরতে চায়। তবে একদিকে আলোচনার আগ্রহ, আরেকদিকে চলমান হামলার হুমকি—এই দ্বৈত অবস্থানকে “গুরুত্বপূর্ণ প্রশ্ন” হিসেবে দেখছে ইরান।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করে। এর মাত্র দুই দিন পর মাস্কটে ইরান-যুক্তরাষ্ট্রের ষষ্ঠ দফা আলোচনার কথা থাকলেও, আলোচনার আগেই যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়। লক্ষ্য ছিল ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান।

এই হামলার প্রতিক্রিয়ায় তাখত-রাভানছি বলেন, “ইরান শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম এবং পরমাণু বোমা তৈরির অভিযোগ ভিত্তিহীন। গবেষণার জন্য আন্তর্জাতিক সহায়তা না পেয়ে আমাদের নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করতে হয়েছে।”

তিনি আরও বলেন, “কোন মাত্রায় থাকবে বা কতটা সক্ষমতা থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু যদি বলা হয়, ‘তোমার সমৃদ্ধকরণ থাকবে না, না মানলে বোমা মারবো’—এগুলো জঙ্গলের আইন।”

ইসরায়েলের অভিযোগ ছিল—ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। এই অভিযোগে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার পাশাপাশি বেশ কয়েকজন বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যা করে। এর জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

১২ দিনের এই সংঘাতে যুক্তরাষ্ট্রও সরাসরি ইরানের স্থাপনায় হামলা চালায়। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। ট্রাম্প দাবি করেছেন, “ইরানের পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস।” তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-র মহাপরিচালক রাফায়েল গ্রসি জানান, স্থাপনাগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি, এবং ইরান কয়েক মাসের মধ্যেই পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে।

এই পরিস্থিতিতে ইরানের পার্লামেন্ট IAEA’র সঙ্গে সহযোগিতা স্থগিতের প্রস্তাব পাস করেছে। তাদের অভিযোগ, সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলঘেঁষা আচরণ করছে।

তাখত-রাভানছি বলেন, “যুক্তরাষ্ট্রকে আগে নিশ্চিত করতে হবে—আলোচনার সময় আর কোনো হামলা চালানো হবে না। তা না হলে ইরান কোনো আলোচনায় অংশ নেবে না।” আলোচনা কবে শুরু হবে কিংবা এজেন্ডা কী, এসব বিষয় এখনও নির্ধারিত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিদিন কতটুকু চা খাওয়া যাবে?

প্রতিদিন কতটুকু চা খাওয়া যাবে?