ঢাকা , মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, লেখা হলো গান্ধী ও মোদি সন্ত্রাসী গাজা নিয়ে ট্রাম্পের বৃহৎ পরিকল্পনার বিষয়ে যে বার্তা দিলো স্বাধীনতাকামী গোষ্ঠী আত্মঘাতী হামলায় পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত অন্তত ২৫ পাসপোর্ট ফেরত পাচ্ছেন না মেঘনা আলম ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি : সালাহউদ্দিন পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, যুবক পলাতক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান তারেক রহমানের ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে যা বললেন উপাচার্য দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্তকতা খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল বাংলাদেশসহ যেসব দেশ জিয়াউর রহমানের সমাধিতে তোপের মুখে ডা. সাবরিনা খালি পেটে প্রতিদিন বিটরুটের জুস খেলে শরীরে যা ঘটে কমলা না লেবু— কোনটি রোগপ্রতিরোধে বেশি কার্যকরী ছেলের ধাক্কায় বাবার মৃত্যু, ছেলের আত্মহত্যা শিগগিরই দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন হবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

উপদেষ্টা আসিফ মাহমুদ উদ্বিগ্ন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৪৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৪৬:০৫ অপরাহ্ন
উপদেষ্টা আসিফ মাহমুদ উদ্বিগ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং চলাকালে তার ব্যাগের সিসিটিভি ফুটেজ বিদেশে অবস্থানরত কারও হাতে পৌঁছে যাওয়াকে “ভয়ংকর বার্তা” বলে আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার (৩০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আসিফ মাহমুদের ভাষায়, “গতকালকের ঘটনায় এটা বুঝলাম যে, পিস্তল কেন, মিসাইল থাকলেও আমি-আপনি কেউই নিরাপদ না।” তার মতে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ফুটেজ এভাবে “মুহূর্তেই” বিদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব হলে, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে বাধ্য।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্তহত্যাকারী বা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল-টাইম লোকেশন, শিডিউল, সেনসিটিভ ইনফরমেশন পাচার করে দিতে পারে।”

সরকারে থেকেও এমন ঘটনার শিকার হওয়ায় উদ্বিগ্ন হয়ে তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের নিরাপত্তা কতটা দুর্বল? তার ভাষায়, “আমি সরকারে আছি। আমার সাথেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয়। এই তথ্য সন্ত্রাসীদের শাস্তিই বা কী?”

তিনি অভিযোগ করে আরও লেখেন, “যাদের দায়িত্ব শত্রুর ওপর নজরদারি করা, তারা নিজেদের সব শক্তি ব্যয় করছে দেশের নাগরিকদের ওপর নজরদারিতে। টার্গেটেড চরিত্র হননে ব্যস্ত। যখন কিছু পায় না, তখন উদ্ভট, হাস্যকর কিছু নিয়ে আক্রমণ করে।”

আসিফ মাহমুদ স্ট্যাটাসের শেষ অংশে বলেন, “আশার কথা, দেশের জনগণ এখন অনেক সচেতন। গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে, কারা ঘটিয়েছে তা দেশের মানুষের বুঝতে বাকি থাকবে না।”

এ ঘটনায় এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে নড়েচড়ে বসার আভাস পাওয়া যাচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, লেখা হলো  গান্ধী ও মোদি সন্ত্রাসী

লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, লেখা হলো গান্ধী ও মোদি সন্ত্রাসী