পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। সৌদিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি সৌদি লিগের প্রশংসা করে আসছেন।
এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, বিশ্বের যত লিগ রয়েছে, তার মধ্যে সৌদি প্রো লিগ মানের দিক থেকে প্রথম সারিতে রয়েছে।
এমনকি গত সপ্তাহে তিনি মন্তব্য করেন, ফরাসি লিগ ওয়ানের তুলনায় সৌদি প্রো লিগ 'বেটার'।
রোনালদোর এমন মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় হাস্যরস। অনেকে বলেন, নিজে সৌদির ক্লাবে খেলেন বলেই এমন মন্তব্য করেন তিনি। কিন্তু ধীরে ধীরে রোনালদোর সেই কথাগুলো যেন সত্য প্রমাণিত হচ্ছে।
বিশ্বসেরা কোচ, তারকা খেলোয়াড়, ক্লাব বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা—সব ছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ঝুলিতে। কিন্তু ফুটবল চমকের খেলা। সৌদি ক্লাব আল হিলাল একপ্রকার দাপট দেখিয়েই তাদের হারিয়ে দেয়।
শেষ ষোলোতেই থেমে যায় পেপ গার্দিওলার ম্যানসিটির যাত্রা। রোমাঞ্চকর লড়াইয়ে ৪–৩ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। এখন ফুটবলপ্রেমীদের মুখে মুখে সেই ম্যাচের গল্প।
ম্যানসিটিকে হারিয়ে দেওয়া আল হিলালের এই জয় যেন রোনালদোর বক্তব্যকেই সত্য করে তুলেছে।