গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান উপদেষ্টা পরিষদের ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। এজন্য তিনি সরকার পুনর্গঠন করে জাতীয় সনদ ঘোষণার আহ্বান জানান।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নুর বলেন, “জুলাই বিভাজনের নয়, ঐক্যের প্রতীক। কিন্তু কিছু দল, যারা মনে করে ক্ষমতায় যেতে পারে, তারা কিছুই মানতে চায় না। বিভেদ সৃষ্টি হয় এমন বক্তব্য থেকে সবাইকে দূরে থাকা উচিত।”
তিনি আরও বলেন, “সবাই আপস করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণঅধিকার পরিষদ কোনো আপস করবে না। এ ইস্যুতে কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টাকেই ছাড় দেওয়া হবে না।”
বর্তমান উপদেষ্টা পরিষদের ‘অযোগ্যতা’ নিয়েও প্রশ্ন তোলেন নুর। তিনি বলেন, “এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়।”
আবু সাঈদের বাবার বক্তব্য তুলে ধরে নুর বলেন, “একটি টিভি সাক্ষাৎকারে তিনি বলেছেন—তারা রাষ্ট্রীয় কোনো সহযোগিতা পাননি। কেন তাদের এই আক্ষেপ থাকবে? এর দায় সরকারেরই।”