বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে, তা নির্ধারণ করবে দেশের জনগণ। তবে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ডে। না হলে বাংলাদেশ কঠিন পরিস্থিতির দিকে যেতে পারে।”
তিনি আরও বলেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ ও জামায়াত মেনে নেবে না। মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছে একসঙ্গে সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।”
নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ডা. তাহের বলেন, “যাতে তাদের অন্যায় করলেও জবাবদিহির মুখোমুখি করা যায়।”