ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদারিত্ব ও চলমান সহিংসতার ইতি চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য জানান হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লিভিট।
তিনি বলেন, “গাজা ও ইসরায়েল থেকে আসা ছবিগুলো হৃদয়বিদারক। প্রেসিডেন্ট ট্রাম্প আর এই দৃশ্য দেখতে চান না। তিনি চান মানুষের জীবন রক্ষা হোক।”
হোয়াইট হাউজের বরাতে আরও জানা যায়, গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ও মানবিক পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে হোয়াইট হাউজ।
এদিকে আগামী সোমবার হোয়াইট হাউজে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।
গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরেও ক্ষোভ বাড়ছে। সাধারণ ইসরায়েলিরা মনে করছেন, নেতানিয়াহুর কঠোর দখলদার নীতির কারণেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কিংবা জিম্মি বিনিময় সম্ভব হচ্ছে না।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডেরমার। তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরান যুদ্ধ এবং গাজা ইস্যুতে আলোচনায় অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। সরকারি হিসেব অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৫৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।