ঢাকা , বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬ , ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেষবার গুলশানের বাসায় খালেদা জিয়া খালেদা জিয়ার জানাজা কখন, কে পড়াবেন? পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা আসছেন রুমিন ফারহানাকে বহিষ্কার করলো বিএনপি খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকামুখী বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর পুরো জাতি কান্নার রোল নয়াপল্টনে, চলছে কোরআন খতম হিরো আলম যোগ দেওয়ায় দল থেকে বেরিয়ে গেলেন সাধনা রাষ্ট্রীয় শোকের মধ্যে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা, যা জানাল অধিদপ্তর তীব্র শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত: মমতা ব্যানার্জি মায়ের মৃ’ত্যু’তে ফেসবুকে তারেক রহমানের আবেগঘন পোষ্ট প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান যদি রাস্তায় কাগজ বা ময়লা পড়ে থাকে আমরা সরিয়ে দেবো: তারেক রহমান কারাবন্দি বুশরা বিবিকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ শাহবাগে যানচলাচল বন্ধ, ডাইভারশনে ধীরগতিতে চলছে গাড়ি ঢাকা-৮ আসনে এনসিপির হয়ে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ ঢাকা-১৫ আসনে মনোনয়ন জমা দিলেন জামায়াত আমির

সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হবে, মাস্ককে সতর্কবার্তা ট্রাম্পের

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৪:১৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৪:১৪:১০ অপরাহ্ন
সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হবে, মাস্ককে সতর্কবার্তা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আস্থাভাজন ইলন মাস্ককে উদ্দেশ করে সতর্কবার্তায় বলেছেন—তিনি যেভাবে বিপুল সরকারি ভর্তুকি নিচ্ছেন, তা বন্ধ হলে হয়তো তাকে যুক্তরাষ্ট্র ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে।

মঙ্গলবার (১ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইলন যে পরিমাণ সরকারি ভর্তুকি নিচ্ছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কেউ এত ভর্তুকি পায়নি। যদি এই ভর্তুকি তিনি না পেতেন, তাহলে সম্ভবত এতদিনে তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো।”

তিনি আরও যোগ করেন, “আর কোন রকেট উৎক্ষেপণ, উপগ্রহ, বৈদ্যুতিক গাড়ি নয়—আর এতে আমাদের দেশ বিশাল অঙ্কের অর্থ সাশ্রয় করতে পারবে। সম্ভবত ডজ-এর (যুক্তরাষ্ট্রের বাজেট এবং কর্মক্ষমতা তদারক সংস্থা) উচিত বিষয়টি ভালোভাবে দেখা!”

এর আগে, মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের ঋণসীমা বাড়িয়ে ৫ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাবকে তিনি আখ্যা দেন “পাগলামী পর্যায়ের খরচ” হিসেবে।

মাস্ক বলেন, “এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের দিকে ঠেলে দিচ্ছে। আমরা একদলীয় দেশের বাসিন্দা হয়ে গেছি। এখন সময় নতুন একটি রাজনৈতিক দল গঠনের, যারা সত্যিকারের সাধারণ মানুষের পক্ষে কথা বলবে।”

তিনি নিজের প্রস্তাবিত রাজনৈতিক দলের নামও উল্লেখ করেন—‘পোর্কি পিগ পার্টি’।

মাস্কের এই সমালোচনার পরপরই ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় সরব হন ট্রুথ সোশ্যালে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বের জেরে এর আগেও মাস্ককে টেসলা ও স্পেসএক্সের নীতিগত বিষয়ে চাপের মুখে পড়তে হয়েছিল। গত মে মাসে ট্রাম্প সরকারের একটি পরামর্শদাতা পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

কমেন্ট বক্স