ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি আবারও আসছেন হিন্দি সিনেমায় নতুন রূপে। কলকাতা ও মুম্বাইয়ের দর্শকদের জন্য এই খবর যেমন আনন্দের, তেমনি কৌতূহলেরও। তার আসন্ন হিন্দি ছবি ‘মালিক’-এর সাংবাদিক সম্মেলন সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয়, যেখানে পরিচালক পুলকিত, অভিনেতা রাজকুমার রাওসহ ছবির গোটা টিমের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন প্রসেনজিৎ।
এই ছবিতে মুখোমুখি হচ্ছেন দুই বাংলার দুই শক্তিমান অভিনেতা—প্রসেনজিৎ এবং বাংলার জামাইখ্যাত রাজকুমার রাও। দু’জনের একসঙ্গে পর্দায় আসা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ তার সহ-অভিনেতা ও পরিচালকের প্রশংসা করে বলেন, “আমি তখন মুম্বাইতে অন্য ছবির শুটিংয়ে ছিলাম। সেই সময়ই ছবিটির জন্য ফোন আসে। পুলকিতের সঙ্গে প্রথম দেখা হওয়ার পর তার গল্প বলার স্টাইল ও কাজে গভীর ভালোবাসা দেখে আমি ঠিক করে ফেলি—এই কাজটা আমি করব।”
ছবিতে তার চরিত্র প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, “আমি আগেও অনেক পুলিশ চরিত্র করেছি। বিশেষ করে ‘বাইশে শ্রাবণ’ আর ‘দশম অবতার’-এর প্রবীর রায়চৌধুরী চরিত্র আজও দর্শক মনে রেখেছে। ‘মালিক’-এও আমার চরিত্রটা তেমনই এক পুলিশ অফিসার। তবে এতে বহু চমক রয়েছে, সবটা এখনই বলতে চাই না। টুইস্টে ভরপুর একটি চরিত্র।”
রাজকুমার রাও সম্পর্কে প্রসেনজিতের প্রশংসা ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন, “রাজকুমার একজন অসাধারণ অভিনেতা। বরাবরই তার অভিনয়ে আমরা গর্ববোধ করি। এবারও সে তার চরিত্রে মন দিয়ে অভিনয় করেছে।”
সবমিলিয়ে 'মালিক' নিয়ে তৈরি হয়েছে প্রবল উৎসাহ। প্রসেনজিতের নতুন হিন্দি অভিযানে দর্শকরা অপেক্ষায় আছেন আরেকটি কাল্ট চরিত্রের।
Mytv Online