ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র গতকাল এসেছে বাপ্পার ‘আগামীকাল’ ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি ১৯ বছর পর চালু হচ্ছে বিসিবির অ্যাওয়ার্ড নাইট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ইতালিতে নিহত ২ যুক্তরাষ্ট্র সফরে যাদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১ ‘আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’ যে কারণে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে সাজা মওকুফ করে ৫৬ বন্দিকে মুক্তি দিল সরকার ‘ইরানিরা কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না’ ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত ইসরায়েলের কাছে নতুনভাবে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ‘পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য দর্শক আরও মনে রেখেছে’ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানাবেন আইনজীবী সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হবে, মাস্ককে সতর্কবার্তা ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ চান ট্রাম্প, জানাল হোয়াইট হাউজ ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪ মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র আঁকায় তুরস্কে চার কার্টুনিস্ট গ্রেফতার আগামী নির্বাচন সুষ্ঠু না হলে কঠিন পরিস্থিতিতে পড়বে দেশ: তাহের

‘পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য দর্শক আরও মনে রেখেছে’

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৫:২৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৫:২৯:০৪ অপরাহ্ন
‘পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য দর্শক আরও মনে রেখেছে’
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি আবারও আসছেন হিন্দি সিনেমায় নতুন রূপে। কলকাতা ও মুম্বাইয়ের দর্শকদের জন্য এই খবর যেমন আনন্দের, তেমনি কৌতূহলেরও। তার আসন্ন হিন্দি ছবি ‘মালিক’-এর সাংবাদিক সম্মেলন সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয়, যেখানে পরিচালক পুলকিত, অভিনেতা রাজকুমার রাওসহ ছবির গোটা টিমের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন প্রসেনজিৎ।

এই ছবিতে মুখোমুখি হচ্ছেন দুই বাংলার দুই শক্তিমান অভিনেতা—প্রসেনজিৎ এবং বাংলার জামাইখ্যাত রাজকুমার রাও। দু’জনের একসঙ্গে পর্দায় আসা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ তার সহ-অভিনেতা ও পরিচালকের প্রশংসা করে বলেন, “আমি তখন মুম্বাইতে অন্য ছবির শুটিংয়ে ছিলাম। সেই সময়ই ছবিটির জন্য ফোন আসে। পুলকিতের সঙ্গে প্রথম দেখা হওয়ার পর তার গল্প বলার স্টাইল ও কাজে গভীর ভালোবাসা দেখে আমি ঠিক করে ফেলি—এই কাজটা আমি করব।”

ছবিতে তার চরিত্র প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, “আমি আগেও অনেক পুলিশ চরিত্র করেছি। বিশেষ করে ‘বাইশে শ্রাবণ’ আর ‘দশম অবতার’-এর প্রবীর রায়চৌধুরী চরিত্র আজও দর্শক মনে রেখেছে। ‘মালিক’-এও আমার চরিত্রটা তেমনই এক পুলিশ অফিসার। তবে এতে বহু চমক রয়েছে, সবটা এখনই বলতে চাই না। টুইস্টে ভরপুর একটি চরিত্র।”

রাজকুমার রাও সম্পর্কে প্রসেনজিতের প্রশংসা ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন, “রাজকুমার একজন অসাধারণ অভিনেতা। বরাবরই তার অভিনয়ে আমরা গর্ববোধ করি। এবারও সে তার চরিত্রে মন দিয়ে অভিনয় করেছে।”

সবমিলিয়ে 'মালিক' নিয়ে তৈরি হয়েছে প্রবল উৎসাহ। প্রসেনজিতের নতুন হিন্দি অভিযানে দর্শকরা অপেক্ষায় আছেন আরেকটি কাল্ট চরিত্রের।

কমেন্ট বক্স
ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র

ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র