দীর্ঘ ২০ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ৫৬ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। মঙ্গলবার (১ জুলাই) সরকার তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ। তিনি বলেন, “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যেসব বন্দির রেয়াতসহ ২০ বছর সাজা পূর্ণ হয়েছে, তাদের মধ্যে ৫৬ জনের অবশিষ্ট সাজা সদাশয় সরকার ক্ষমা করে মুক্তির আদেশ দিয়েছেন।”
তিনি আরও জানান, এ সিদ্ধান্ত কারা বিধি ৫৬৯ ও ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত সরকারের ক্ষমতাবলে গৃহীত হয়েছে।