সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে এবং ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সাতক্ষীরার রাজ্জাক পার্ক এলাকা থেকে হামলাকারীদের একজন, সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, সোমবার (৩০ জুন) প্রেসক্লাবে আয়োজিত সাধারণ সভায় অংশ নিতে গেলে প্রায় ৭০-৮০ জন সাংবাদিক একত্রিত হন। ঠিক সেই সময় প্রেসক্লাব চত্বরে সভাপতি আবুল কাশেমসহ সাধারণ সদস্যদের ওপর হামলা চালায় চিহ্নিত মাদকসেবী ও ভাড়াটে সন্ত্রাসীরা।
এই হামলায় ডিবিসি নিউজের বেলাল হোসেন ও ভোরের আকাশ পত্রিকার আমিনুর রহমান গুরুতর আহত হন, তাদের মাথা ফেটে যায়। এছাড়াও আরও কয়েকজন সাংবাদিক আহত হন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মামলা রুজু করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন তিনি।
Mytv Online