বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে উৎসাহ ও মানসিক শক্তি বাড়াতে পুরস্কার দেওয়ার সংস্কৃতি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের ক্রিকেটে এই সংস্কৃতিটা আগেও ছিল, কিছু সময় হারিয়ে যাওয়া পরে আবার ফিরছে।
১৯ বছর পর আবারও বিসিবি আওয়ার্ড নাইট আয়োজন শুরু হতে যাচ্ছে। ২০০৬ সালের পর থেকে ক্রিকেট ও সংশ্লিষ্টদের পুরস্কৃত করার প্রথা বন্ধ ছিল। গতকাল সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড সভায় এই সংস্কৃতি ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিকল্পিত দৃষ্টিভঙ্গি নিয়ে পুরস্কার প্রদানের প্রথা ভালোভাবে ফিরিয়ে আনতে চায় এবং এর ধারাবাহিকতাও ধরে রাখতে চায়। বোর্ড সভার শেষে সাংবাদিকদের এসব জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আওয়ার্ড নাইট সম্পর্কে তিনি বলেন, ‘আমরা খেলোয়াড়দের মনোবল বৃদ্ধির পাশাপাশি পুরো ইকোসিস্টেমকে সম্মান জানাতে চাই। এটি নিয়মিত আয়োজন হবে, শুধু একবারের জন্য নয়। এর জন্য ৪-৫ বছরের একটি পরিকল্পনা করছি।’
‘হাই পারফরম্যান্স ফর অল’ প্রোগ্রামের অংশ হিসেবে ক্রিকেটারদের সঙ্গে মাঠের বাইরের নায়করাও পুরস্কৃত হবেন। ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া সাংবাদিক, সংগঠক ও অন্যান্য ক্রিকেট সংশ্লিষ্টরাও পুরস্কারের আওতায় থাকবেন।
বুলবুল বলেন, ‘এটা আমাদের প্রোগ্রামের একটি অংশ। ‘হাইপারফরম্যান্স ফর অল’—এর লক্ষ্য খেলোয়াড়দের মনোবল ও আত্মবিশ্বাস বাড়ানো এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবার মনোবল উন্নত করা। এজন্য আমরা পুরস্কার প্রদান করব।’
বছর শেষে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কৃত করার এই সংস্কৃতি ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট বোর্ডেও রয়েছে। বিসিবির এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মাঠে ক্রিকেটারদের উৎসাহ বাড়বে, প্রতিযোগিতাও বাড়বে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ববোধও বৃদ্ধি পাবে।