ঈদ উপলক্ষে প্রকাশিত হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে শ্রোতাদের সামনে এলো বাপ্পা মজুমদারের নতুন গান ‘আগামীকাল’। গতকাল (৩০ জুন) শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে গানটি।
যুদ্ধবিরোধী এ গানের কণ্ঠ, সুর, সংগীতায়োজন ও কথা—সবই করেছেন বাপ্পা নিজেই। গানটি সম্পর্কে তিনি বলেন, ‘‘এই সময়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবনা থেকেই গানটির নাম রেখেছি ‘আগামীকাল’। সময়ের পরিবর্তন, প্রযুক্তির প্রভাব, মানুষের মানসিক অবস্থা—সবকিছুরই এক ধরনের প্রতিফলন রয়েছে এই গানে।’’
এর আগে, গত মে মাসে প্রকাশ পেয়েছিল বাপ্পার আরেকটি গান ‘মাগুরার ফুল’। ধর্ষণের শিকার মাগুরার একটি শিশুকে ঘিরে নির্মিত প্রতিবাদী এই গানটিও শ্রোতাদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।