দেশের ব্রডব্যান্ড (ফিক্সড) ইন্টারনেট সেবার সর্বনিম্ন প্যাকেজ মূল্য কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। আজ মঙ্গলবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
আগে সর্বনিম্ন প্যাকেজের মূল্য ছিল ৭০০ টাকা। তবে বর্তমানে অধিকাংশ আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) কমপক্ষে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ দিয়ে থাকে। সেই অনুপাতে ৫০০ টাকা থেকে প্যাকেজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। এই অবস্থান আরও উন্নত করতে ও কোয়ালিটি সার্ভিস নিশ্চিত করতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল ও রাজস্ব ভাগাভাগির বাধ্যবাধকতা তুলে নেয়, তাহলে ভবিষ্যতে গ্রাহকদের ২০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ দিতে সক্ষম হবে আইএসপিগুলো।
এছাড়াও ভ্যাট প্রসঙ্গে তিনি বলেন, “বেশিরভাগ গ্রাহক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে আগ্রহী নন। ফলে সেটা আদায় করাও কঠিন হয়ে পড়ে।” তবে আইএসপিএবির সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে গ্রাহকের কাছ থেকে নিয়ম অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারের কোষাগারে জমা দেবে।
আইএসপিএবি জনগণকে লাইসেন্সধারী আইএসপির কাছ থেকে ইন্টারনেট সংযোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে প্রতিটি সংযোগের মাসিক ফি’র সঙ্গে নির্ধারিত ভ্যাট প্রদান ও রিসিট গ্রহণের আহ্বান জানানো হয়েছে।