জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে মানুষের ভোগান্তি আগের তুলনায় অনেক কমেছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি আশা প্রকাশ করেছেন, কয়েক মাসের মধ্যেই হয়রানির অভিযোগ থাকবে না।
বুধবার (২ জুন) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ‘এনআইডি সংশোধন সংক্রান্ত ক্র্যাশ প্রোগ্রামের’ অগ্রগতি তুলে ধরতে গিয়ে সচিব বলেন, “প্রতিমাসে গড়ে ২০ হাজার আবেদন কমেছে। এটা ইতিবাচক দিক।”
তিনি জানান, এ পর্যন্ত ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি নিষ্পন্ন করা হয়েছে। বাকি ৭৬ হাজার ৬৯৪টি আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন।
ইসি সচিব বলেন, ২০২০ সাল থেকে এ পর্যন্ত ৫৪ লাখ ৭৬ হাজার ১১টি সংশোধন আবেদন জমা পড়ে, যার মধ্যে ৫৩ লাখ ৯৯ হাজার ৪২০টি ইতোমধ্যে নিষ্পন্ন হয়েছে। গত ছয় মাসে আবেদন কমেছে বলেও উল্লেখ করেন তিনি।